ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫শত পিচ ইয়াবাসহ একজন গ্রেফতার হয়েছে। গত সোমবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিঃ) মিননহাজ উদ্দিনের নেতৃত্বে নগরীর দিঘারকান্দা এলাকা থেকে হুমায়ুন মিয়াকে (৫০) গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫শত পিছ ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত হুমায়ুন মিয়া ময়মনসিংহ সদরের বাগেরকান্দা এলাকার মৃত আঃ কাদিরের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান,
গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদককারবারির সাথে জড়িত এবং তার বিরুদ্ধে ৩টি মামলা আছে। তিনি আরো জানান, আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।