ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন
ময়মনসিংহ প্রতিনিধি
সারাদেশের তৃণমূল থেকে সম্ভাবনাময় অ্যাথলেট খুঁজে বের করে তাদেরকে দীর্ঘমেয়াদী পেশাদার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক মানের অ্যাথলেট তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় ব্যাপক উৎসব মূখর পরিবেশে বিভাগীয় পর্যায়ে ময়মনসিংহে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে নগরীর সার্কিট হাউজ মাঠে বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করেন গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। এসময় বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য, জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাফিজার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় সাড়ে তিন’শ প্রতিযোগি অংশগ্রহন করেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।