ময়মনসিংহ প্রতিনিধি।।
বৃক্ষ নিধন আর নয়, দেশকে করুন বৃক্ষময়-এই স্লোগানকে ধারন করে বৃক্ষময় কর্মসূচি পালন করেছে “ সাহায্যের ডাকপিয়ন” নামে সামাজিক সংগঠন।
রবিবার (১৩ আগষ্ট) ময়মনসিংহ নগরীর পুরাতন ব্রক্ষপুত্র নদের পাড়ে (জয়নুল অবেদীন উদ্যানের বিপরীত পাড়ে) ১০০ কৃষ্ণচূড়া এবং সোনালু রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে স্থানীয় মাঝিদের মাঝে আরো ২০০ কাঠাঁল ও আ¤্রপালি গাছের চারা বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাহায্যের ডাকপিয়ন এর সাধারন সম্পাদক হাসিবুল বান্না রিয়াদ, সিনিয়র সিটিজেন মো: কাজল, সাহায্যের ডাকপিয়ন সদস্য মাসুদ আহমেদ, সালমান সাকিব, ইয়াসির আরাফাত মাশরাফি, আফ্রিদি রহমান, নাসিব ই শাহ, রাজু আহমেদ, সাজ এবং দিপান্তসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে লজিস্টিক সাপোর্ট প্রদান করেস মুকুল নিকেতন স্কাউট টিমের সদস্য শান্তনু কাউসার, উত্তরন সরকার দীপ্ত, নাফিসা হাসান মেঘলা, আহনাফ জাহিন, নাফিসা সুলতানা, জান্নাতুল ফেরদৌস আনিকা, সাব্বির আহমেদ খান,মাহফুজ নুসাইর,অভিজিৎ পাল,মো: আবির সিদ্দিকী, অনিন্দ্য পাল, অর্নব পাল,আায়েশা শারমিন, মো: ফাইয়াজ কিবরিয়া লাবিব এবং রবিউল হাসান রোহিত।
রোপণকৃত গাছগুলো স্থানীয়রা দেখভাল করবেন বলে“ সাহায্যের ডাকপিয়ন” এর কাছে অঙ্গীকার করেছেন।