ময়মনসিংহ প্রতিনিধি ।।
ময়মনসিংহে চোরাই গরু সহ ৫ গরু চোরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩১ মে) কিশোরগঞ্জ ও গাজিপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের রাজিব হাসান সবুজ, ময়মনসিংহের হালুয়াঘাট থানার এলাকার কাইয়ুম, গাজীপুরের কাপাসিয়া এলাকার নাহিদ হোসেন, কিশোরগঞ্জ জেলার হোসেনপুরের দীন ইসলাম, নেত্রকোনা জেলার দূর্গাপুরের খায়রুল ইসলাম।
বৃহস্পতিবার (১ জুন) দুপুরে জেলা পুলিশ কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভ‚ঞা এসব তথ্য জানান। তিনি আরো জানান, ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়ায় একটি ফার্ম থেকে ১০ টি গরু চুরি ঘটনার একদিন পর চুরির সাথে জড়িত আন্তঃজেলা গরুচোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে সাতটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে। এছাড়াও গরু চুরিতে ব্যবহৃত দুইটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। গ্রেফতারকৃত পাঁচজন আন্তঃজেলা গরুচোর চক্রের সদস্য। এদের নামে বিভিন্ন থানায় গরুচুরি ও মাদকসহ ১৫টি মামলা রয়েছে।
এসকেডি/অননিউজ