ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দ্বীপ (২৮) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে হাসপাতালের ডেঙ্গু ইউনিটে তিনি মারা যান। দ্বীপ জামালপুরের ইসলামপুর উপজেলার অখিল চন্দ্রের ছেলে।
হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন ফরহাদ হোসেন হিরা এ তথ্য নিশ্চিত করে বলেন, চাকুরি করার সুবাদে দ্বীপ ঢাকার সাভারে বসবাস করতেন। সেখানে ডেঙ্গু আক্রান্ত হয়ে শনিবার সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ইউনিটে মোট ৭৬ জন চিকিৎসাধীন। এর মধ্যে পুরুষ ৫৫ জন, নারী ১৯ জন ও শিশু দুজন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন ও সুস্থ হয়েছেন ১৫ জন।
এফআর/অননিউজ