মহাত্না গান্ধীর জন্মদিন গান্ধি জয়ন্তি দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দরের ভেতরের সকল কার্যক্রমসহ হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে যাত্রীদের দেশে ফেরা কার্যক্রম চালু রয়েছে। হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বলেন, আজ শনিবার ভারতের মহাত্না গান্ধীর জন্মদিন, তাদের গান্ধি জয়ন্তি দিবস। এ উপলক্ষ্যে তাদের দেশে সরকারি ছুটি থাকায় আজ ভারতীয় ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে কোন পণ্য ভারত থেকে বাংলাদেশে রফতানি করবেনা বা বাংলাদেশ থেকে আমদানি করবেনা।
এর ফলে বন্দর দিয়ে সকাল থেকে দুদেশের মাঝে আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামীকাল রবিবার বন্দর দিয়ে দুদেশের মাঝে যথারিতী আমদানি রফতানি বানিজ্য কার্যক্রম চালু হবে।হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রফতানি বন্ধ থাকলেও বন্দরের ভেতরে পণ্য লোড,আনলোড, পণ্য ডেলিভারী দেওয়াসহ সকল কার্যক্রম চালু রয়েছে। আমদানিকারকরা তাদের পুর্বের আমদানিকৃত পণ্য বন্দর থেকে যথারিতী খালাস নিচ্ছেন। হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ওসি সেকেন্দার আলী বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত থেকে যাত্রীদের দেশে ফেরা কার্যক্রম চালু রয়েছে।
সুমন,অননিউজ24।।