হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের কটুক্তির প্রতিবাদে সোনারগাঁ উপজেলা সনমান্দী বিভিন্ন মসজিদের মুসল্লিরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
সনমান্দী ১৬ টি মসজিদের ইমাম ও মুসুল্লিরা এই প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে ভারতে মহানবী (সা.)কে কটুক্তির তীব্র নিন্দা জানানো হয়।
জুম্মা নামাজের পর সনমান্দী বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রেমের বাজার ও বৌও বাজার হয়ে সনমান্দী বাজারে এসে মিছিলটি শেষ করেন।
সমাবেশে বক্তা বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতাদের একের পর এক ইসলাম ও মানবতার মুক্তির দূত মহানবী (সাঃ) এবং তাঁর পরিবার নিয়ে কটুক্তি সারা বিশ্বের মুসলমানদের চরমভাবে ক্ষুব্ধ করেছে।
বক্তারা বলেন, নবীর শানে যারা বেয়াদবি করেছে তাদেরকে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে।