মহালছড়িকে পরাজিত করে চ্যাম্পিয়ন মাটিরাঙ্গা উপজেলা বালক(অনুর্ধ্ব-১৭) দল

হলাপ্রু মারমা, খাগড়াছড়ি :

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় মহালছড়ি উপজেলাকে ৩-৪গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মাটিরাঙ্গা উপজেলা বালক(অনুর্ধ্ব-১৭) দল। খেলার নির্দিষ্ট সময়ে মাটিরাঙ্গা উপজেলা বালক দল বিপক্ষে মহালছড়ি উপজেলা অনূর্ধ্ব-১৭ বালক ও মাটিরাঙ্গা উপজেলা অনূর্ধ্ব-১৭ বালক দল ১-১গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে বিজয়ী হয় মাটিরাঙ্গা উপজেলা বালক(অনুর্ধ্ব-১৭) দল।

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা গুইমারা উপজেলা বালিকা (অনুর্ধ্ব-১৭) দলকে ০-৩গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন মাটিরাঙ্গা বালিকা(অনুর্ধ্ব-১৭) দল।

গতকাল শনিবার বিকালে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়িতে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজনে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনূর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় বিজয়ীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ফেরদৌসি বেগম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. শেখ বিল্লাল হোসেন, জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা, জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হারুন অর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপক নজরুল ইসলাম, ক্রীড়া সংগঠকবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবৃন্দরা উপস্থিত ছিলেন।

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে মাটিরাঙ্গা উপজেলার বালক দলের সোহেল রানা, সেরা গোলদাতা হিসেবে নির্বাচিত হন মাটিরাঙ্গার লাম্প্রা ত্রিপুরা। অন্যদিকে বালিকা দলের হয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে মাটিরাঙ্গা উপজেলার দোপাতি ত্রিপুরা,সেরা গোলদাতা হিসেবে নির্বাচিত হয় শ্রাবণী ত্রিপুরা।

জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ জানান, এই টুর্নামেন্টে থেকে বাছাইকৃত ১৮ জন বালক ও ১৮ জন বালিকা খেলোয়াড়রা পরবর্তীতে চট্টগ্রাম বিভাগীয় টুর্নামেন্টে খাগড়াছড়ি জেলা ফুটবল দলের হয়ে খেলার সুযোগ পাবে।

আরো দেখুনঃ