ভারতের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) এক নারী কর্মী দেশটির অভিনেত্রী ও বিজেপি দলীয় সদ্য নির্বাচিত সংসদ সদস্য কঙ্গনা রনৌতকে থাপ্পড় মেরে দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরের নিরাপত্তা পয়েন্ট পার হওয়ার সময় কঙ্গনার গালে কষিয়ে থাপ্পড় মারেন নিরাপত্তাকর্মী কুলিন্দর কৌর।
সদস্য নির্বাচিত সংসদ সদস্যের গালে থাপ্পড় মারার এই ঘটনায় দেশটির নাগরিকদের মাঝে তুমুল আলোচনা শুরু হয়েছে। কী কারণে ওই অভিনেত্রীর গালে ক্ষোভ ঝারলেন নিরাপত্তাকর্মী কুলিন্দর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, কৃষকদের বিক্ষোভ সম্পর্কে অভিনেত্রীর একটি পুরোনো মন্তব্যে তিনি ক্ষুব্ধ ছিলেন।
‘‘কঙ্গনা একটি বিবৃতি দিয়েছিলেন... কৃষকরা ১০০ রুপির বিনিময়ে বিক্ষোভে বসেছেন। তিনি কী ১০০ রুপির জন্য বিক্ষোভে বসবেন? এই বক্তব্য দেওয়ার সময় আমার মা সেখানে বসে প্রতিবাদ করছিলেন...।’’
ভারতের সিআইএসএফের কনস্টেবল কুলিন্দর কৌর কৃষক পরিবারের সন্তান। কঙ্গনাকে থাপ্পড়ের ঘটনায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলাও করা হয়েছে।
দেশটির সদস্য সমাপ্ত ১৮তম লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি আসনে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী কঙ্গনা রনৌত। বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দর থেকে দিল্লিতে যাওয়ার সময় হেনস্তার শিকার হয়েছেন তিনি। কুলিন্দর কৌর বলেছেন, কৃষকদের অসম্মান করায় ওই প্রতিক্রিয়া দেখিয়েছেন তিনি।
এদিকে, দিল্লি পৌঁছানোর পর ‘‘পাঞ্জাবে সন্ত্রাসবাদ বাড়ছে’’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন কঙ্গনা। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘‘ঘটনাটি বিমানবন্দরের নিরাপত্তা চেক-ইনের সময় ঘটেছে। ওই নারী গার্ড আমার জন্য অপেক্ষা করছিলেন। তারপরে তিনি এসে আমাকে আঘাত করলেন...। আমি (তাকে) জিজ্ঞেস করলাম, কেন তিনি আমাকে মারলেন।’’
কঙ্গনা বলেন, আমি কৃষকদের সমর্থন করি। এখন আমি নিরাপদ... কিন্তু পাঞ্জাবে সন্ত্রাসবাদ বৃদ্ধি পাওয়ায় আমি উদ্বিগ্ন। আমরা সেটা কীভাবে মোকাবিলা করবো?
সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যাওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, কঙ্গনা রনৌতকে বিমানবন্দরের নিরাপত্তা চেক-ইন কাউন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। ওই সময় নিরাপত্তাকর্মী কুলিন্দর কৌর সেখানে পৌঁছান এবং তর্ক-বিতর্ক শুরু করেন। এর ফাঁকে কঙ্গনার গালে চড় মারলেও ভাইরাল ভিডিওতে সেই দৃশ্য দেখা যায়নি।
হরিয়ানার মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনি বলেছেন, ‘‘অভিনেত্রীকে হেনস্তার ঘটনা তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা দুঃখজনক, নিরাপত্তার সাথে জড়িত একজন নারী এই ঘটনায় সংশ্লিষ্ট। সেখানে যা হয়েছে তা ভুল...।’’
২০২০ সালে ভারতের পার্লামেন্টে পাস হওয়া তিনটি কৃষি আইনের বিরুদ্ধে দেশজুড়ে কৃষক আন্দোলন শুরু হয়। ওই সময় এক্সে দেওয়া এক বার্তায় আন্দোলনে অংশ নেওয়া কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কঙ্গনা। যা দেশটিতে ব্যাপক সমালোচনা সৃষ্টি করে।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24