তিতাস উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এক অনন্য সফলতা অর্জন করেছে। এ বছর বৃত্তি তালিকায় মোট ৬ জন ছাত্র-ছাত্রী বৃত্তি পেয়েছে। ট্যালেন্টপুলে যারা বৃত্তি পেয়েছে তারা হলো মোঃ মাজারুল ইসলাম, পাপন সাহা দীপ্ত। সাধারণ গ্রেডে যারা বৃত্তি পেয়েছে তারা হলো, দ্বীপ রায়, মোঃ আব্দুল্লাহ, উম্মে হাবিবা ও উম্মে হানি।
এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক নাজমা আক্তার বলেন, সকল শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের জানাই অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা। সকল শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়ের এই সফলতায় আমি মুগ্ধ।
সহকারি শিক্ষক নাজমুল হোসেন বলেন, আশা করি আমরা ফলাফলের এই ধারাবাহিকতা সব সময় ধরে রাখতে পারব ইনশাআল্লাহ।
অবিভাবক সদস্য মোঃ খোকন মিয়া বলেন, এই স্কুল থেকে আমার মেয়ে উম্মে হাবিবাসহ মোট ছয়জন বৃত্তিপ্রাপ্ত হওয়ায় আমি খুবই আনন্দিত। প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকরা অনেক কষ্ট করেছেন।আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।