মাত্রাতিরিক্ত ভূমি উন্নয়ন কর আদায় মুরাদনগরে ২৭ হাজার নিয়ে ১১ হাজার টাকার ভাউচার দেওয়ার অভিযোগ

মুরাদনগর প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ভূমি অফিসের অফিস সহায়ক আশরাফুল ইসলাম মুন্সীর বিরুদ্ধে ভূমি উন্নয়ন কর আদায়ের নামে মাত্রাতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে অভিযোগ করা হলেও রহস্যজনক কারণে তাঁর বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের মৃত অছিমুদ্দিন আহাম্মদের ছেলে আবদুস ছাত্তারকে ৫৮ হাজার ৭৬০ টাকা পরিশোধ করার জন্য নোটিশ দেওয়া হয়। পরে রফাদফা করে ভূমি অফিসের অফিস সহায়ক আশরাফুল ইসলাম মুন্সী ২৭ হাজার টাকা নেয়। পরবতীর্তে ১১ হাজার ৭০৫ টাকার ভূমি উন্নয়ন কর পরিশোধ রশিদ (নং ৬৭৫২১৩) দিয়ে বাকী ১৫ হাজার ২৯৫ টাকা আত্মসাত করেন।

ভূমি উন্নয়ন কর পরিশোধকারী মৃত শাহজাহান সরকারের ছেলে এমদাদুল হক শওকত বলেন, এ বিষয়ে অফিস সহায়ক আশরাফুল ইসলাম মুন্সীর কাছে জানতে চাইলে তিনি অফিস ম্যানেজ করেই খাজনা কেটেছেন বলে জানায়। গত ৩০ এপ্রিল এ বিষয়ে জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ করলে অফিস সহায়ক আশরাফুল ইসলাম মুন্সী আমাকে ১০ হাজার টাকা ফেরত দেয়। বাকী ৫ হাজার ২৯৫ টাকা দেম দিচ্ছি বলে ঘুড়াচ্ছে।

জানা গেছে, দীর্ঘদিন যাবত অনাদায়ী ভূমি উন্নয়ন কর পরিশোধ না করলে খাস হয়ে যাবে এমন প্রচারণা চালায় ভূমি অফিস। এর প্রেক্ষিতে অনাদায়ী জমির মালিকরা কর পরিশোধের জন্য যাচ্ছে। আর এ কৌশলকে কাজে লাগিয়ে উপজেলার অন্যান্য ইউনিয়ন ভূমি অফিস গুলোও হাতিয়ে নিচ্ছে মাত্রাতিরিক্ত টাকা।

বিষয়টির ব্যাপারে অফিস সহায়ক আশরাফুল ইসলাম মুন্সী জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। অতিরিক্ত টাকা নেওয়ার কোন সুযোগ নেই। ১০ হাজার টাকা ফেরত দেওয়ার বিষয়টিও তিনি অস্বীকার করেন।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দীন ভুইয়া জনী বলেন, বিষয়টি আমার জানা নেই। তারপরও বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখব।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ