গোপন সংবাদের ভিত্তিতে পাবনা র্যাব ১২ এর একটি আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে “পাবনা জেলার সদর থানাধীন দিলালপুর এলাকার চাপা মসজিদ সংলগ্ন জৈনক মোঃ হাবিবুল্লাহ এর ইসলামিক মিডিয়া বুক সেন্টার নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর’’ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসয়ী ধৃত আসামী মোঃ রায়হান হোসেন হৃদয় (২০), পিতা-মোঃ জহির হোসেন, সাং- আফুরিয়া, থানা-পাবনা সদর, জেলা- পাবনা’কে গ্রেফতার করে।
গ্রেফতার পূর্বক আসামীর নিকট হতে ১৯৫ (একশত পঁচানব্বই) পিচ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, মোবাইল-০১টি, সীম কার্ড-০২টি এবং নগদ ১৮০০ (এক হাজার আটশত) টাকা উদ্ধার করে।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে নিজ জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় এজাহার দায়ের করা হচ্ছে।
আয়েশা আক্তার/অননিউজ24