জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বিপুল পরিমাণ মাদকসহ বাবা-মা, ছেলে ও ফুফুসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ এপ্রিল) সকালে এলাকার খামার কেশবপুর গ্রামের মোজাম্মেলের বাড়িতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পৌর এলাকার কেশবপুর গ্রামের মোত্তালেব হোসেন (৩২), তার পিতা- মোজাম্মেল হক (৬২), তার মাতা-মোসলেমা বিবি, তার ফুফু-আনোয়ারা বেওয়া (৪০) এবং জেলার পাঁচবিবি উপজেলার শালুয়া গ্রামের কামাল উদ্দীনের ছেলে নাজির হোসেন (৩৩)।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে,১৯৮ বোতল ফেন্সিডিল ও ১৫৮ বোতল এমকেডিল নামক মাদকদ্রব্য উদ্ধার ও ওই পরিবারের ৪ জনসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে সোমবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।