কুমিল্লা জেলার লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ডে মাদক, জুয়া, ইভটিজিং প্রতিরোধে সর্বসাধারণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিতহয়।অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে জন সচেতনতামূলক বক্তব্য রাখেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব।
গত ২৬ সেপ্টেম্বর বিকালে শ্রীপুর মাদ্রাসা প্রাঙ্গনে ভুলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় স্থানীয় জন প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ ২টি ওয়ার্ডের বাসিন্দারা উপস্থিত ছিলেন।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।