ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক ব্যবসায়ী মোঃ সেলিমের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খাইরুল ইসলাম (৩৫) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামে মাদক বিরোধী অভিযানের সময় এ ঘটনা ঘটে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুল ইসলাম জানান, রাতে থানার উপ-পরিদর্শক জাকির তিন জন কনস্টেবল নিয়ে শিবনগর গ্রামে মাদক ব্যবসায়ী সেলিমের বাড়িতে মাদক উদ্ধারের জন্য অভিযান চালায়। এ সময় কনস্টেবল খাইরুল সেলিমকে ধরে ফেললে তার হাতে থাকা ছুরি দিয়ে ওই কনস্টেবলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ওসি আরো জানান, গুরুতর আহত অবস্থায় আমরা তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠায়। মাদক ব্যবসায়ী সেলিমের বিরুদ্ধে পূর্বে থানায় মাদক, চুরি ও মারামারিসহ
ছয়টি মামলা রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
শান্ত/অননিউজ