রাজশাহী ও নওগাঁ জেলার বিভিন্ন হাফেজিয়া মাদরাসায় অধ্যায়নরত গরিব, অসহায় ও দুস্থ পরিবারের শীতার্ত শিক্ষার্থীদের মাঝে মঙ্গলবার সারা দিনব্যাপী কম্বল বিতরণ করা হয়েছে।
নওগাঁ জেলা কল্যাণ সমিতির উদ্যোগে চকবালু হাফেজিয়া মাদরাসা, পাঁজর ভাঙ্গা হাফেজিয়া মাদরাসা, মান্দা এতিম খানা, রাজশাহী নগরীর রানী বাজার ইশাআতুল ইসলাম আসসালাফিয়া হাফেজিয়া মাদরাসা ও শিয়াটাসহ বিভিন্ন মাদরাসা ও এতিম খানায় গিয়ে সমিতির সদস্যরা এই কম্বল বিতরণ কর্মসূচী পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক শওকত আকবর, সিনিয়র সহসভাপতি লুৎফর রহমান, একরামুল হক, ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন ও মাহবুবুর রহমান প্রমুখ।