মাদ্রাসার জায়গা নিজের দাবি করে গাছ কেটে ফেলার অভিযোগ।
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার দেবিদ্বারে জামিয়া ইসলামিয়া কাছেমুল উলুম রামপুর মাদ্রাসার জায়গার গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, রামপুর মাদ্রাসার জায়গায় নিজের জায়গায় দাবি করে কিছু কেটে ফেলেছেন রামপুর গ্রামের মোহাম্মদ আলী সুমন ভূইয়া। এ মাদ্রাসায় প্রিন্সিপাল না থাকা ও কর্তৃপক্ষ শূন্য হওয়ার কারণে এই সুযোগে কাজে লাগিয়েছেন মোহাম্মদ আলী সুমন ভূইয়া।
স্থানীয় ওরম ফারুক ভূইয়া বলেন, সুমন ভূইয়া যে জায়গার গাছ কেটেছ সে জায়গাটা ৩০ বছর আগে থেকে মাদ্রাসার। তিনি কি ভাবে গাছ কাটে।
আরেক স্থানীয় মোখলেছুর রহমান বলেন, সুমন ভূইয়ার পরিবারে থেকে কিনে একজন মাদ্রাসার জায়গাটা দান করছে। কিন্তু কিন্তু জায়গার রেকর্ডের ঝামেলার কারণে হুজুর দলিলটা নিতে পারেনি। বর্তমানে সুমন মায় কিছুটা সীমাহীন এই সুযোগকে কাজে লাগিয়ে সুমন দলিল করে নিয়েছে। কিন্তু এটা মাদ্রাসার জায়গা।
মোহাম্মদ আলী সুমন ভূইয়া বলেন, এই জায়গাটা আমাদের। আমার মায়ের নামে দলিল করা। আমার ভাই কিভাবে বিক্রি করে। আর ভাই বন্ধক দিয়েছিল বিক্রি করে নাই।।
৯নং গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ সদস্য শফিকুল ইসলাম কালু বলেন, জমি বিক্রি হয়েছে ৩০ বছর আগে। জমি ভরাট করা হয়েছে ২০ বছর আগে। ইদানিং তাদের ভাইদের মধ্যে দ্বন্দ্বের কারণে তারা এই কাজটি করছে।
jn