করোনাকালীন সময়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে কাদের বকস্ মেমোরিয়াল (কে.বি.এম.) কলেজ দিনাজপুরের সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
শনিবার (১৬ অক্টোবর) সকালে সরেজমিন ঘুরে কাদের বকস্ মেমোরিয়াল (কে.বি.এম.) কলেজ দিনাজপুরের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক।
এসময় তিনি কলেজের শিক্ষার্থীদের জন্য স্যানিটেশন আইসোলেশন ও বৃক্ষরোপণ কর্মসূচির কর্মকান্ড সুষ্টুভাবে পরিচালনা হচ্ছে কিনা তার খোঁজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, কে.বি.এম কলেজের অধ্যক্ষ মোঃ জিয়াউল হুদা, উপাধ্যক্ষ সরদার কুদরত-ই খুদাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ প্রমুখ।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।