কুষ্টিয়া প্রতিনিধি।।
মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শাখার শুভ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধন উপলক্ষ্যে শনিবার দুপুরে ভেড়ামারার সাথী ফুডপার্কে এক সম্মেলনের আয়োজন করা।
তৌহিদুল ইসলাম লাল্টুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাহমুদুল হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় মহিলা সংস্থা ভেড়ামারা শাখার চেয়ারম্যান বলাকা পারভীন স্বপ্না, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার কেন্দ্রীয় পরিচালনা পরিষদের যুগ্ম মহাসচিব মোঃ সিজুল হক (মিনা), যুগ্ম মহাসচিব ঈসা মল্লিক, ভেড়ামারা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল আলীম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভেড়ামারা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে রুহুল আমীন ইমরোজকে নির্বাহী সভাপতি, তৌহিদুল ইসলাম (লাল্টু) কে সভাপতি ও ফারুক হোসেনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
এফআর/অননিউজ