দেবীদ্বার প্রতিনিধি।।
প্রতিবন্ধীর গোয়াল ঘরের আগুন নেভাতে গ্রামের যুবকদের সাথে কাঁধে কাঁধ রেখে ফায়ার ফাইটারের মতই কাজ করলেন কুমিল্লা দেবীদ্বার পৌর ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. বাশার সরকার।
ওয়ার্ডের হামলাবাড়ী পশ্চিম পাড়ার প্রতিবন্ধীর মো. কামাল সরকারের বাড়িতে বৃহস্পতিবার রাতে মশার কয়েল থেকে সৃষ্ট এই আগুন কাউন্সিলর প্রার্থী ও যুবকরা নিভাতে পরলেও, শেষ রক্ষা হয়নি একটি গোয়াল ঘর, ঘরে থাকা একটি গরু ও ছাগল এবং হাঁস-মুরগিগুলোর।
এ আগুনে প্রতিবন্ধী কামাল সরকারের প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
ঘটনার পরের দিন সকালে কাউন্সিলর প্রার্থী বাশার ওই প্রতিবন্ধীর বাড়িতে যায়। গিয়ে তাদেরকে আর্থিক সহযোগিতা করেছেন। এবং সবসময় পশে থাকবে বলে আশ^স্থ করেছেন।