কুমিল্লার তিতাসে সামাজিক ও মানবিক সংগঠন ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ক্লাবের বর্তমান ও ভবিষ্যত কর্ম পরিকল্পনা নিয়ে উপস্থিত সকলে মতামত প্রকাশ করেন। সমাজ ও দেশের কল্যাণে আরও কি কি সুন্দর সুন্দর পদক্ষেপ গ্রহণ করা যায় তাও আলোচনা করা হয়।
গতকাল শুক্রবার মাছিমপুর সুফিয়া ক্যাডেট স্কুলে আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক হালিম সৈকত, প্রধান সমন্বয়ক সেলিম সবুজ, তিতাস উপজেলা শাখার সভাপতি মেহেরাব হোসেন সুমন, সাধারণ সম্পাদক সবুজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার মাসুম, সহ সাংগঠনিক সম্পাদক রাশেদ জামান, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র সূত্রধর , সমাজকর্মী এখলাস মুন্সি, সুফিয়া ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল মনিরুজ্জামান মনির, আব্দুল্লাহ মেম্বার, শাহিন সাকের, জুয়েল রানা, আলমগীর হোসেন, সালাহ্উদ্দিন সিকদার, ইকবাল হোসেন, মাঈনউদ্দিন, সঞ্জিত, শহিদলু ইসলাম, মাহবুব হাসান নিরব, ইসমাঈল হোসেন মামুন, বিশ্বজিত সাহা বিশু, শামীম শান্ত, সোহেল রানা ও হাসিবুল ইসলাম নয়ন প্রমূখ। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নূরে মদিনা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আক্তারুজ্জামান।