মানিকগঞ্জের হরিরামপুরে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড ও আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন। দণ্ড ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- জেলার শিবালয় উপজেলার দক্ষিণ খানপুর এলাকার এখলাস মাতাব্বরের ছেলে মো. পারভেজ হোসেন ওরফে সুমন শেখ (৩০)। তাঁকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অপর আসামি শহিদ বেপারীর ছেলে আলীম (৩২) কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত বিল্লাল হোসেনের স্কুলপড়ুয়া মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করতেন আসামি সুমন। বিষয়টি নিয়ে বিল্লাল প্রতিবাদ করলে সুমন ক্ষুব্ধ হয়ে ওঠেন। অপরদিকে, বিল্লাল হোসেনের সঙ্গে আলীমের জমি সংক্রান্ত বিরোধ ছিল। পরে এই দুই আসামি একত্র হয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী বিল্লালকে হত্যার সিদ্ধান্ত নেন।
২০১৭ সালের ১৫ মার্চ তারা আরও এক সহযোগীকে সঙ্গে নিয়ে বিল্লাল হোসেনকে কুপিয়ে হত্যা করেন। মামলার তৃতীয় আসামি শিশু হওয়ায় তার বিচার শিশু আদালতে চলমান রয়েছে।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় প্রদান করেন।
আসামি সুমনের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক এবং আলীমের পক্ষে ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট বুলবুল আহমেদ গোলাপ।
সূত্র:বিডি২৪লাইভ
মজ/অননিউজ২৪