মানিকছড়িতে উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ উপজেলা টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
এসময় মানিকছড়ি উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে পরিচিতি সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মো: মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, করিম স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এম এ কবির, জহির আহম্মেদ, আব্দুল্লাহ আল নোমান সাগর,
৫১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয় আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব মীর হোসেন।
বক্তারা বলেন,
দলের সাংগঠনিক কার্যক্রমের বিরোধী, অনিয়ম ও দূর্নীতি করে তাহলে তার ব্যবস্থা নেয়া হবে। সামনে নির্বাচনে ওয়াদুদ ভূইয়াকে নির্বাচিত করতে না পারে তাহলে দলের সবার পায়ের নিচে মাটি থাকবে না। নিঃস্বার্থ ভাবে দলের জন্য যারা কাজ করতে হবে।
বাড়িতে, পাড়া, মহল্লার, গ্রামে, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলায় সাধারণ মানুষের মাঝে গিয়ে ভোট চাইতে হবে। পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার পায়তারা চলছে সে ফাদে পা দিবেন না, আমার দলের নেতাকর্মীরা।
jn