খাগড়াছড়ি জেলাস্থ মানিকছড়ির উপজেলায় বাঞ্চারামে লাকড়ী পরিবহনকারী জীপ গাড়ি উল্টে মো.হোসেন নামে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর রাতে মানিকছড়ি উপজেলার ২ নং বাটনাতলীর বাঞ্চারাম পাড়ায় এই দুর্ঘটনাটি ঘটে।
সে বাঞ্চারামপাড়ার আমিনুল ইসলাম ড্রাইভারের ছেলে মো.হোসেন (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে জিপ গাড়িটি লাকড়ী বহন করে বাঞ্চারামপাড়ার স্কুলটিলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে যায় চালক। স্থানীয়ারা উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসারত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসুদ পারভেজ জানান, দূর্ঘটনায় নিহত চালক মো.হোসেনের লাশ যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com