শ্রীলঙ্কার ব্যাটার দানুশকা গুনাতিলকার বিরুদ্ধে উঠা যৌন নিপীড়নের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি চলবে। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সিডনির কোর্টে তার বিরুদ্ধে সম্মতি ছাড়া শারীরিক সম্পর্ক করার অভিযোগের শুনানি হয়েছে। এ সময় জামিনের শর্ত শিথিল করার আবেদন করেছিলেন শ্রীলঙ্কার এ ক্রিকেটার। প্রতিদিনের বদলে সপ্তাহে তিনদিন হাজিরা দেওয়ার আবেদন করেছিলেন তিনি।
এদিকে গত মাসে চারটি অভিযোগের মধ্যে তিনটিই খারিজ করে দিয়েছে সিডনির আদালত। অসম্মতিমূলক মৌখিক এবং ডিজিটাল সম্পর্কিত তিনটি অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। বাকি একটি অভিযোগের ভিত্তিতেই তার শুনানি হবে। বর্তমানে জামিনে আছেন গুনাতিলকা। আগামী ১৩ জুলাই আবারও আদালতে হাজির হবেন তিনি।
এর আগে, গেল বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যাবার কিছুক্ষণ পরই ৩২ বছর বয়সী ব্যাটারকে গ্রেপ্তার করা হয়।
ডেটিং অ্যাপের মাধ্যমে সিডনি অপেরা হাউসের কাছে একটি বারে একজন নারীর সঙ্গে দেখা করার পর অনুমতি ছাড়াই যৌন নিপীড়নের কারণে গুনাতিলকার বিপক্ষে চারটি অভিযোগ আনা হয়।
স্থানীয় মিডিয়াকে পুলিশ জানায়, জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ এবং জবরদস্তির অভিযোগ এনেছিলেন ওই নারী।
উল্লেখ্য, ২০১৫ সালে লঙ্কানদের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় গুনাতিলকার। লঙ্কানদের হয়ে ৮ টেস্ট, ৪৭ ওয়ানডে এবং ৪৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তবে অভিযোগ উঠার পর সব ধরনের ক্রিকেট থেকে গুনাতিলকাকে নিষিদ্ধ করে দেশটির বোর্ড।
এফআর/অননিউজ