প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে দুই বছরের সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ফরাসি জায়ান্টদের হয়ে তার পার করা দুটি বছর খুব একটা ভালো যায়নি সেটি স্বীকার করেছিলেন মেসি নিজেই।
সেই ক্ষোভ থেকেই নতুন ঠিকানায় পাড়ি দিয়েই আগের স্মৃতি মুছে দেওয়ার কার্যক্রম শুরু করেছেন খুদে জাদুকর।
মেসি মায়ামিতে পৌঁছেছেন দিন দুয়েক আগেই। চলতি সপ্তাহেই ইন্টার মায়ামির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে তার। আনুষ্ঠানিকভাবে নতুন ঠিকানায় নাম লেখানোর আগেই সদ্য সম্পর্ক ছিন্ন হওয়া পিএসজিকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন মেসি।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ তাদের এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে।
ইনস্টাগ্রামে মেসির অনুসারীর সংখ্যা ৪৭ কোটি ৮০ লাখ। অপরদিকে বিশ্বকাপজয়ী এই দলপতি অনুসরণ করতেন ২৮১টি অ্যাকাউন্ট। এখন তা একটি কমে হয়েছে ২৮০। মেসি যে একটি অ্যাকাউন্ট ‘আনফলো’ করেছেন সেটি হচ্ছে পিএসজির অফিসিয়াল অ্যাকাউন্ট।
এদিকে যুক্তরাষ্ট্রে পৌঁছেই নিজের ঘর গোছানো শুরু করেছেন লিও। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেয়েছে মেসির একটি ছবি।
সেখানে দেখা যাচ্ছে মেসি একটি শপিংমলে বাজার শেষ করে দাঁড়িয়ে আছেন কাউন্টারের সিরিয়ালে। তার আগে সেই শপিংমলে উপস্থিত ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন তিনি।
এর আগে গত বুধবার (১২ জুলাই) যুক্তরাষ্ট্রে পৌঁছান মেসি।
এফআর/অননিউজ