চট্টগ্রামের রাউজান উপজেলায় নাশতা তৈরির সময় গরম তেলে পড়ে দগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) রাতে ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শিশু উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ওমান প্রবাসী আবু তৈয়বের ছেলে আবু সাঈদ আদিল (৩)।
জানা গেছে, গত ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় আদিলের মা নাশতা তৈরির জন্য চুলা জ্বালিয়ে কড়াইতে তেল দেন। ওই সময় আদিল দৌড়ে তার মায়ের কোলে উঠতে গিয়ে গরম তেলের কড়াইতে পড়ে ঝলসে যায়।পরে স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।
রাউজান থানার উপপরিদর্শক (এসআই) মো. জহির উদ্দিন জানান, আদিল গরম তেলে দগ্ধ হয়ে মারা গেছে। ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলা হয়েছে।