চুয়াডাঙ্গা পৌর শহরে হাসপাতালে মায়ের মরদেহ দেখে শোকার্ত ছেলেও মারা গেছেন। একসঙ্গে মা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের বাগানপাড়ায় এ ঘটনা ঘটে। চিকিৎসকের ধারণা, মায়ের মরদেহ দেখে ছেলে স্ট্রোক করেছেন।
মৃত মা-ছেলে হলেন পৌর শহরের বাগানপাড়ার মৃত আলাউদ্দীনের স্ত্রী চায়না বেগম (৬৩) ও তার পুত্র সাইফুল ইসলাম (৪০)।
জানা গেছে, বাগানপাড়ায় নিজ এলাকায় বিকেল সাড়ে ৪টার হাঁটছিলেন চায়না বেগম। হঠাৎ পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। এ সময় স্থানীয় বাসিন্দারা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসপাতালের মহিলা সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান ছেলে সাইফুল। হাসপাতালে মায়ের মরদেহ দেখে তিনি হঠাৎ সিঁড়িতে লুটেয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কান্নাজড়িত কণ্ঠে সাইফুল ইসলামের স্ত্রী সাদিয়া খাতুন বলেন, ‘আমার শাশুড়ি পাড়ায় হাঁটতে গিয়ে পড়ে মাথায় আঘাত পান। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। হাসপাতালে আনার পরও মাকে বাঁচানো গেল না। এর মধ্যেই আমার স্বামী মাকে দেখে ভেঙে পড়েন। মাকে হারানোর শোক তিনি সইতে পারলেন না। মুহূর্তের মধ্যে তাকেও আমরা হারালাম।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জেরিন জেসি বলেন, ‘বিকেল ৫টার দিকে চায়না বেগম জরুরি বিভাগে আসেন। পরিবারের সদস্যরা জানান, তিনি হাঁটতে গিয়ে পড়ে মাথায় আঘাত পেয়েছেন ৷ তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে পরবর্তী চিকিৎসার জন্য ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৬টায় দিকে তিনি মারা যান। তার ছেলে সাইফুল ইসলামকে আমরা জরুরি বিভাগে মৃত অবস্থায় পেয়েছি। ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।’
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারেশনস) হোসেন আলী বলেন, ‘মায়ের মৃত্যুর খবরে হাসপাতালে গিয়ে স্ট্রোকে ছেলের মৃত্যু হয়েছে, এমন একটি ঘটনা সম্পর্কে জানতে পেরেছি। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।
সূত্রঃ etv
আই/অননিউজ২৪।।