খাগড়াছড়িতে মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে মারমা উন্নয়ন সংসদ এর নতুন কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মারমা কমিউনিটি সেন্টারে এই অভিষেক অনুষ্ঠান হয়। অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
মাউস উপদেষ্টা পরিষদের প্রবীণ সদস্য কংজরী চৌধুরী নতুন কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান। এতে মংপ্রæ চৌধুরীকে সভাপতি ও মংনু মারমাকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়।
এসময় জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, লেখক অংসুই মারমা, নবগঠিত সাধারণ সম্পাদক মংনু মারমা বলে, অভিষেক কমিটির আহবায়ক ¤্রাগ্য মারমা, মারমা উন্নয়ন সংসদ কমিটি সদর শাখা সভাপতি আখইঞো মারমাসহ মারমা উন্নয়ন সংসদের উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।