আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে এবার শামিল হলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট রিপাবলিকান নেতা মাইক পেন্স। স্থানীয় সময় সোমবার আনুষ্ঠানিকভাবে কাগজপত্র জমা দেন তিনি।
২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে ডোনাল্ড ট্রাম্প ও ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসের মতো নেতাদের বিপক্ষে লড়াই করবেন ৬৩ বছর বয়সী পেন্স। বুধবার থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে যাচ্ছেন তিনি। ইন্ডিয়ানা রাজ্যের গভর্নর ও পরে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন পেন্স।
২০২১ সালে ক্যাপিটল হিলে হামলার পর ট্রাম্পের কাছ থেকে দূরে সরে যান এই রিপাবলিকান নেতা।
আগামী বছর ফেব্রুয়ারিতে প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করবে রিপাবলিকান পার্টি।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com