বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক , নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজাকে জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নড়াইল জেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নড়াইল শহরের রূপগঞ্জ বাজার কুন্ডু মার্কেট চত্বর থেকে বিশাল একটি আনন্দ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নড়াইল শহরের চৌরাস্তা ঘুরে আদালত সড়কে গিয়ে শেষ হয়। পরে ওই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হাসানুজ্জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন কুমার সাহা, যুবলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারন সম্পাদক এস,এম পলাশ, জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক স্বপ্নীল সিকদার নীল, সহ বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন, নড়াইল জেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ