আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুটি আসনের ১২জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় নড়াইল জেলা প্রশাসক ও জেলা রিটার্ণিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থী ও প্রার্থীর প্রতিনিধির উপস্থিতিতে প্রতীক বরাদ্ধ দেন জেলা রিটার্ণিং অফিসার মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সহকারি রিটার্ণিং অসিার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিংকন বিশ্বাস, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সহাসহ নির্বাচনে অংশগ্রহন কারী দল ও স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
সংসদীয় আসন-৯৩, নড়াইল-১ আসনে বর্তমান সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী মোঃ মিল্টন মোল্লা (লাঙ্গল), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম (হাতুড়ী) , তৃণমূল বিএনপি’র শ্যামল চৌধুরী (সোনালী আঁশ), জাতীয় পার্টি-জেপি’র শামিম আরা পারভীন ওরফে ইয়াসমীন (বাই সাইকেল) ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির সহধর্মীনি চন্দনা হক (ঈগল পাখি) পেয়েছেন।
সংসদীয় আসন-৯৪, নড়াইল-২ আসনে বর্তমান সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা (নৌকা), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান (হাতুড়ী), জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), এনপিপি’র মোঃ মনিরুল ইসলাম (আম), গণফ্রন্টের মোঃ লতিফুর রহমান (মাছ) ও ইসলামী ঐক্যজোটের মোঃ মাহবুবুর রহমানকে (মিনার) প্রতীক বরাদ্দ করা হয়।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com