মাস্টারদা সূর্য সেন গণপাঠাগার পরিদর্শন করেছেন জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান ওয়েন চাকমা

খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়িতে বইপড়ার মাধ্যমে পাঠকদের জ্ঞানের পরিধি বাড়ানো, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য বই পড়া কর্মসূচী প্রণয়ন ও বাস্তবায়ন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পথ চলা শুরু করেছে মাস্টারদা সূর্য সেন গণপাঠাগার।

আজ রোববার এই মাস্টারদা সূর্য সেন গণপাঠাগার পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান ওয়েন চাকমা।

এসময় জুনিয়র লাইব্রেরিয়া রিকেন চাকমা, মাস্টারদা সূর্য সেন গণপাঠাগারেররের উপদেষ্টা মোহাম্মদ জয়নাল আবেদীন, পরিচালনা কমিটির সভাপতি সামছুল ইসলাম তপন, সাধারণ সম্পাদক রিতু বড়ুয়া, অর্থ সম্পাদক হলাপ্রুসাই মারমা, পাঠাগারের লাইব্রেরিয়ান মো: নাছরুলাহ, সাধারণ সদস্য চরণ ত্রিপুরা, ঈশিতা কর, চেংলা মারমা, এবং যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক থোয়াইসা মারমা উদয়সহ পাঠকগণ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান ওয়েন চাকমা উক্ত পাঠাগারের ব্যবস্থাপনার বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

মাস্টারদা সূর্য সেন গণপাঠাগারটি খাগড়াছড়ি জেলা সদরের নিচের সবজি বাজার এলাকায় অবস্থিত।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ