মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি আইপিএলের নিলামে

অনলাইন ডেস্ক।।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৭তম আসর ২০২৪ সালে অনুষ্ঠিত হবে। আসন্ন এই টুর্নামেন্টের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে এখন থেকেই আয়োজকদের তোড়জোড় শুরু হয়ে গেছে। আগামী ১৯ ডিসেম্বর এর মিনি নিলাম অনুষ্ঠিত হবে। এবারের মিনি নিলামে আছেন মাহমুদউল্লাহ রিয়াদসহ ৬ বাংলাদেশি ক্রিকেটার।

নিলামে নাম থাকা অন্য ক্রিকেটার হলেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান ও তাসকিন আহমেদ। এর মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ।

এদিকে টাইগার কাটার মাস্টারের মতো ট্রাভিস হেড, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, জস ইংলিস, মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ, হ্যারি ব্রুক, মুজিব-উর-রহমান, বেন ডাকেট, আদিল রশিদ, ক্রিস ওকস, রাইলি রুশো, রাসি ফন ডার ডুসেনদেরও ভিত্তিমূল্য ২ কোটি রুপি ধরা হয়েছে।

অন্যদিকে আইপিএলের সবশেষ আসরে খেলেছিলেন লিটন কুমার দাস ও মোস্তাফিজ। এ ছাড়া দলে ছিলেন টাইগারদের পোস্টারবয় সাকিব আল হাসানও।

দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতানো দ্য ফিজ এবারের নিলামে থাকলেও নেই সাকিব ও লিটনের নাম। নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সও তাদের ছেড়ে দিয়েছে।

উল্লেখ্য, প্রতি চার বছরে একবার আইপিএলে মেগা নিলাম অনুষ্ঠিত হয়। এর আগে, সবশেষ ২০২১ সালে মেগা নিলাম হওয়ায় এবারও একদিনের মিনি নিলাম অনুষ্ঠিত হবে।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ