খাগড়াছড়ির ভাইবোনছড়ায় কংচাইরী পাড়াতে বলি খেলা অনুষ্ঠিত হয়েছে। মাহা সাংগ্রাই পোয়ে উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকালে মারমা যুব কল্যাণ সংঘ আয়োজনে এ বলি খেলা হয়। বলি খেলায় খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকার চাকমা, মারমা, ত্রিপুরা ও বাঙ্গালি বলিরা এ খেলায় অংশ গ্রহণ করে। খাগড়াপুরের টনিৎপল ত্রিপুরা হারিয়ে বিজয়ী হয়েছে বেতছড়ির আরেশি মারমা। এতে হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে এ বলি খেলাটি উপভোগ করেছে। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়–য়া, সদর উপজেলা জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সুইচিংথুই মারমা, জেলা আওয়ামীলীগ নেত্রী বাঁশরী মারমা, সাংগ্রাই উদযাপন কমিটি আহবায়ক মেম্বার আপ্রæমং মারমা, ৪ নং লতিবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভূমিধর রোয়াজা, ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক তাতু মনি চাকমাসহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংগ্রাই উদযাপন কমিটি সদস্য সচিব মংসানু মারমা।
শান্ত/অননিউজ