মাহে রমজানের পবিত্রতা রক্ষা , দ্রব্য মুল্যের উর্ধগতি রোধ এবং মাহে রমজান কে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার আছর নামাজের পর জামায়াতে ইসলামী সোনাগাজী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে গণ মিছিল করা হয়।
মিছিলটি সোনাগাজী পৌর শহরের গো-হাট থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা সেক্রেটারী মহসিন ভুঁইয়ার সভাপতিত্বে জিরোপয়েন্টে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ফখরুদ্দীন . উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা, সাবেক কাউন্সিলর ও পৌর জামায়াত নেতা আব্দুল মান্নান প্রমুখ।