কুমিল্লার অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল কুমিল্লা নিউজওয়ানের ইফতার বিতরণ করা হয়েছে। রবিবার ১৭ই এপ্রিল প্রতিবারের মত এবারও দুশতাধিক মানুষের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
কুমিল্লা নিউজওয়ানের সম্পাদক রাজিব বণিক ও উপদেষ্টা আশরাফ হোসেন খোকার আয়োজনে প্রতিবারের ন্যায় এবারো ২ শতাধিক মানুষের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
প্রতিষ্ঠানটির শুরু থেকেই প্রতিবারই ১৫ রোজাতে পথচারী সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এই ইফতার বিতরণ করে আসছেন।
এই প্রতিষ্ঠানটির কর্ণধর রাজিব বলেন, প্রতিবারই আমরা চাই এমন ভালো উদ্যেগ নিয়ে কাজ করতে , এটা হয়তো অনেক ক্ষুদ্র কিন্ত অনেকের টাকা আছে তারা এমন ভালো কাজের উদ্যেগ নেয় না। আল্লাহর হরমতে সামনের দিকে আরাে ভালো কাজ করার উদ্যেগ নিবো।
এছাড়াও প্রতিষ্ঠানটির উপদেষ্টা আশরাফ হোসেন খোকা বলেন , অনেকের অনেক টাকা আছে কিন্ত এরকম ভালো কাজ করেনা তাই আমরা আমাদের সাধ্যমত এরকম কাজ করার চেষ্টা করি।
উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা নিউজওয়ানের নির্বাহী সম্পাদক জেনিফার পলি, নূরুল আহমেদ রনি,তাপস, শাকিল, এমআর ট্রাবলস এর মাহিন সহ আরো অনেকে।