মা ব্যস্ত ছিলেন রান্নায় পুকুরে ডুবে প্রাণ গেলো শিশু কন্যা মুনতাহার
নড়াইল প্রতিনিধি

মা দুপুরের রান্নার ক্যজে ব্যস্ত ছিলেন। দেড় বছরের শিশুটি বাড়িতেই খেলা করছিলো। কিন্তু মনের অগোচরে বাড়ির পিছনের পুকুরে পড়ে যায় শিশুটি।
রান্না শেষে মুনতাহার কথা মনে পড়লে খোঁজাখুজি শুরু হয়। এক পর্যায়ে বাড়ির উত্তর পাশের পুকুরে তার নিথর দেহটি ভাসতে দেখা যায়। তাকে তুলে এনে বাঁচানোর প্রাণপন চেষ্টা চালান প্রতিবেশিরা। ব্যর্থ হয়ে তাকে নিয়ে যাওয়া হয় নড়াইল জেলা হাসপাতালে। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাটি নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের বারইপাড়া গ্রামে। মুনতাহা বারইপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইমরুল মোল্যার মেয়ে।
জানাগেছে, রবিবার (২৬ অক্টোবর) দুপুরে বাড়িতে খেলছিলো শিশু মুনতাহা। এসময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। রান্না শেষে মুনতাহাকে খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরে মুনতাহাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয়ভাবে তার পেট থেকে পানি বের করে বাঁচানোর চেষ্টা করা হয়। ব্যর্থ হয়ে তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে ৩ টার দিকে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ভাষিকা মিফতাহুল ফাইকা বলেন, হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এদিকে শিশুটির মৃত্যুতে তার পরিবার, আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া বিরাজ করছে।