ইষ্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে নড়াইলে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় সাংবাদিক ঐক্যজেটের , নড়াইল এর আয়োজনে এ মানববন্ধন এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কালো কণ্ঠ জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ওশান এর প্রশাসক ও সম্পাদক অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক কার্তিক দাস, নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আজিজুল ইসলাম, নিউজ টয়েন্টি ফোর এর সাংবাদিক খায়রুল আরেফিন রানা, নড়াইল কণ্ঠ এর সম্পাদক সাংবাদিক কাজী হাফিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র নেতা আবদুল্লা নূরসহ অনেকে। এ সময় নড়াইল জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা ইষ্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে এ ঘটনার সাথে জড়িত দোষীদের খুজে বের করে বিচারের দাবি জানান। তারা আরো বলেন কিছু হলেই সাংবাদিকদের উপর হামলা করা হয় , মিডিয়া বন্ধ করে দেয়া হয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা।#