মিথ্যাচারের প্রতিবাদ ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার হোসেনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের তদন্তপূর্বক বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ময়মনসিংহ মুক্তিযোদ্ধা পল্লী বহুমুখী সমবায় সমিতি লি. এর নেতৃবৃন্দ। মঙ্গলবার (১০ মে) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন কমান্ডার আব্দুর রব।
সংবাদ সম্মেলনে বলা হয়, ময়মনসিংহ মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহ জেলা ইউনিট কমান্ডের আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাবেক কমান্ডার আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি কুচক্রীমহল নানা অপপ্রচারে লিপ্ত রয়েছে। ময়মনসিংহ মুক্তিযোদ্ধা পল্লী বহুমুখী সমবায় সমিতি লি. কে নিয়ে মিথ্যাচার করে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজনের চেষ্টা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহ জেলা ট্রাস্ট এর জমি বিক্রি করে টাকা আত্মসাতকারী সাবেক কমান্ডার আনোয়ার হোসেনের বিচার দাবি করা হয়।
এসময় বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম কালাম আজাদ, মো. শাহাজাহান, হাফেজ আবুল হোসেন ও সুজিত কুমার সরকারসহ মুক্তিযোদ্ধা পল্লীর শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।