মিথ্যা মামলায় সাংবাদিক গ্রেফতারের প্রত্যাহার ও মুক্তির দাবিতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে মানববন্ধন ও প্রতীকী কর্মবিরতি প্রতিবাদ কর্মসূচি হয়েছে । মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে সাংবাদিক প্রদীপ চৌধুরীকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ এবং মিথ্যা মামলা প্রত্যাহারসহ মুক্তির দাবিতে মানববন্ধন করেছে খাগড়াছড়ি পেশাজীবি সাংবাদিক বৃন্দ।
এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকদের অনেক অবদান রয়েছে। এটা অস্বীকার করার সুযোগ নেই। প্রদীপ চৌধুরীকে দুইবার কোটে তোলার পরও কোন আইনী প্রক্রিয়া আমরা দেখতে পাইনি। যা এটি মানবাধিকার লঙ্ঘনের চোখে দেখি। বক্তারা অতিশীঘ্রই প্রদীপ চৌধুরীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এছাড়াও গতকাল রাঙামাটিতে খাগড়াছড়ির সাংবাদিক প্রদীপ চৌধুরীসহ দেশব্যাপী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ এবং আটককৃতদের মুক্তির দাবিতে প্রতীকী কর্মবিরতি পালন করে।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক প্রদীপ চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। একই মামলায় জেলায় কর্মরত খাগড়াছড়ির আরো ৮ সাংবাদিককে মামলা করা হয়েছে। সাংবাদিক প্রদীপ চৌধুরীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খাগড়াছড়ি জেলার সাংবাদিকরা। এক বিবৃতিতে অবিলম্বে তাকে মুক্তির দাবীও করা হয়। একই সাথে তদন্ত ছাড়া কোন সাংবাদিককে গ্রেফতার না করার অনুরোধ করা হয়।
মানববন্ধনে ডিবিসি টিভির খাগড়াছড়ি জেলা প্রতিনিধি সৈকত দেওয়ান, একুশে টিভির জেলা প্রতিনিধি চিংমেপ্রু মারমা, একাত্তর টিভির জেলা প্রতিনিধি রুপায়ন তালুকদার, এশিয়ান টিভির প্রতিনিধি বিপ্লব তালুকদার, দৈনিক খোলা কাগজের শংকর চৌধুরী, বিটন চৌধুরীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আই/অননিউজ২৪।।