কুষ্টিয়ার মিরপুর থেকে ভেড়ামারার ১২ মাইল পর্ষন্ত পদ্মা নদীর ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নিতে স্থানীয়রা মানববন্ধন করেন। কুষ্টিয়ার ভেড়ামারা ও মিরপুর উপজেলার বসতবাড়ি গোরস্থান স্কুল কলেজ ও ফসলি জমি হুমকির মুখে। পদ্মা নদীর ভাঙন প্রতিরোধে উদ্যোগ নেয়ার দাবিতে সম্প্রতি মির্জানগর নদীর পাড়ে এলাকার নারী-পুরুষসহ সর্বস্তরের জনসাধারণ মানববন্ধনে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন বারুইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ডাঃ শফিকুল ইসলাম মন্টু ও স্থানীয় ওয়ার্ড সদস্য বৃন্দরা।
এলাকাবাসী হাসান আলী বলেন, গত বছর পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙ্গন ঠেকাতে বালির বস্তা ফেলে পদ্মা নদীর ভাঙ্গন বন্ধ করেছিলো। পানি উন্নয়ন বোর্ড এর সাথে এলাকার কিছু বালি ব্যবসায়ীরা বালি নিজেদের সুবিধা মত জায়গায় ফেলার ফলে ২৫ বিঘা জমির ধান নষ্ট করেছে এবং নদীর কিছু অংশ ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এখন গোরস্থান বসতবাড়ি ও স্কুল কলেজ ভাঙ্গনের হুমকিতে পড়েছে। এলাকাবাসী সরকারের কাছে দ্রুত ভাঙন রোধে পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, ওই এলাকায় আমাদের ড্রেজিং এর কোনো কাজ চলছে না, তবে কারা বালি তুলছে ড্রেজার দিয়ে তিনি সঠিক বলতে পারেননি । তবে কেনো পদ্মা নদীর ভাঙ্গন হচ্ছে বিষয়টি দেখা হবে বলে জানান।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com