টিভি নাটকের জনপ্রিয় দুই তারকা মিশু সাব্বির ও রুকাইয়া জাহান চমক। শিগগিরই ‘তুমি কেন সিঙ্গেল’ নাটকের মাধ্যমে পর্দায় জুটি হয়ে আসছেন তারা। তাজুল ইসলাম রাজীবের প্রযোজনায় এটি নির্মাণ করেছেন ইশতিয়াক আহমেদ। নাটকের গল্পে দেখা যাবে, মিশু সাব্বির একজন অবিবাহিত তরুণ। তার বিয়ের জন্য পাত্রী দেখছেন ঘটক। নির্দিষ্ট সময়ের মধ্যে বিয়ে করতে না পারলে ছাড়তে হবে বড়লোক বাবার বাড়ি এবং পৈতৃক সব সম্পত্তি।
অন্যদিকে, চমকও বিদেশ থেকে এসেছেন বিয়ে করতে। দুজনই একই ম্যারেজ মিডিয়ার ঘটক শাওন মজুমদারকে ধরেছেন তাদের জন্য পাত্র-পাত্রী খুঁজে দিতে। কিন্তু তারা বিয়ের জন্য প্রচণ্ড চাপ দেয় ঘটককে। ফলে কোনোটাই সঠিকভাবে করতে পারে না শাওন। এ দিকে, মিশু-চমকের মধ্যে শুরু হয় ইগো ও আধিপত্যের লড়াই। এমনই নানা ঘটনা ফুটে উঠবে পর্দায়। আর এভাবেই এগিয়ে যাবে নাটকের গল্প। ইতোমধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, আগামী ২৫ মে সন্ধ্যায় একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘তুমি কেন সিঙ্গেল’। নাটকে মিশু-চমক ছাড়া আরও অভিনয় করেছেন প্রিয়ন্তি গোমেজ, পামির, শাওন মজুমদার, আনোয়ার হোসেন, শশী, বাদশাহসহ অনেকে।
এফআর/অননিউজ