নগরীর ঢুলিপাড়া এলাকায় ফান টাউনে রোটারেক্ট জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। এরপরে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। সংসদ সদস্য প্রধান অতিথি বক্তব্যে বলেন আমাদের এই সোনার বাংলা এমনিতেই স্বাধীন হয় নাই ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে ও ২ লক্ষ মা বোনের তার জীবনের শ্রেষ্ঠ সম্পদের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। তাই আপনারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষদের সাথে চলাফেরা করবেন। তিনি আরও বলেন বঙ্গবন্ধু চেয়েছিলেন এই দেশের মানুষ মাথা উঁচু করে বাঁচুক, বর্তমানে তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা উন্নয়নের শীর্ষে পৌঁছে যাচ্ছি। উক্ত অনুষ্ঠানে রোটারি ও রোটারেক্টে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।