কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের মুগসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মা সমাবেশে আনুষ্ঠানিক ভাবে ওই সম্মাননা স্বারক দেওয়া হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নূর এ আলম সিদ্দিকী ওরফে আলম মাস্টারের সৌজন্যে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুর রহমান, নাছরিন আক্তার পলি, মোহাম্মদ আল মামুন, রেহেনা বেগম, ছালেহা বেগম, অভিভাবক সদস্য শাহজাহান সরকার, অভিভাবক রুহুল আমিন ও আবদুস ছোবহান প্রমুখ।
এফআর/অননিউজ