মুছাপুর রেগুলেটর নির্মাণে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বিএনপি নেতা সোলাইমান ভূঞা
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি,

জনগুরুত্বপূর্ণ মুছাপুর রেগুলেটর নির্মাণে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ্ব সোলাইমান ভূঞা। তিনি বলেন বিগত বন্যার সময় সোনাগাজী ও কোম্পানীগঞ্জ উপজেলার সংযোগ সেতু মূছাপুর রেগুলেটরটি নদী গর্ভে বিলিন হয়ে যায়। এরপর থেকে সোনাগাজী উপজেলার চারদিকে নদী ভাঙছে। এতে মানুষের ঘরবাড়ি ও জনগুরুত্বপূর্ণ রাস্তাঘাটগুলো নদীতে হারিয়ে যাচ্ছে। শুষ্ক মৌসুমে যদি রেগুলেটরটি নির্মাণ করা না হয়, তাহলে বর্ষা মৌসুমে বাংলাদেশের মানচিত্রে সোনাগাজী উপজেলাকে খুঁজে পাওয়া যাবেনা। বিষয়টি বর্তমান সরকারের নজরে আনতে হলে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাই সাংবাদিকরা প্রচারের মাধ্যমে জনমত গড়ে তুলতে হবে। সোনাগাজী উপজেলায় শান্তি, সম্প্রতি ও সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সকল সৈনিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই যেন ঈদ আনন্দ সমানভাবে ভাগাভাগি করতে পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সোমবার দুপুরে চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ চরসাহাভিকারী গ্রামের মোখেলেছুর রহমান ভূঞা বাড়িস্থ নিজ বাসভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সাংবাদিকেরা সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।