জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা নিয়ে টরেন্টো চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা। কয়েকদিন আগেই সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।
ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এই ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হতে যাচ্ছে ৪৮তম টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ৭ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর টরন্টোতে ১১ দিনব্যাপী আয়োজিত এই উৎসবে যোগ দিতে কানাডা যাচ্ছেন শুভ ও তিশা।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমার নির্মাতা শ্যাম বেনেগাল বলেন, টরন্টো উৎসবে প্রথমবারের মতো এই ছবির প্রিমিয়ার হবে। তিনি আরও জানান, উৎসবে প্রদর্শনীর পর ডিসেম্বরের মধ্যে যেকোনো সময় বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি পাবে সিনেমাটি।
‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এ ছাড়া শেখ হাসিনার চরিত্রে আছেন নুসরাত ফারিয়া এবং বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।
এফআর/অননিউজ