তথ্যপ্রযুক্তিকে নিজেদের ব্যবসায়িক প্রসারের মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করল কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান গ্রামীণ জুয়েলার্স।৩০ নভেম্বর ২০২৫ ইং রবিবার সন্ধ্যায় এ সেবার উদ্বোধন রাফেল ড্র করা হয় স্থানীয় বাজারের গণ্ডি ছাড়িয়ে প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের সকল প্রকার স্বর্ণ ও রৌপ্য অলঙ্কার বেচা-কেনা এবং গ্রাহক পরিষেবা সম্পূর্ণভাবে অনলাইনে সম্প্রসারিত করেছে
এই যুগান্তকারী পদক্ষেপের ফলে এখন দেশের যে কোনো প্রান্তের ক্রেতারা ঘরে বসেই গ্রামীণ জুয়েলার্সের ঐতিহ্যবাহী ও মানসম্পন্ন গহনা সহজে সংগ্রহ করতে পারছেন।
গ্রামীণ জুয়েলার্স শুধু স্থানীয় বাজারেই সীমাবদ্ধ না থেকে, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্রেতাদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করেছে। তাদের অনলাইন ক্যাটালগ, পণ্যের বিস্তারিত বিবরণ এবং মূল্য স্বচ্ছভাবে প্রদর্শন করায় গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ ও নির্ভরযোগ্য হবে। বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী, ক্রেতারা যেন যেকোনো সময় তাদের পছন্দের গহনা সহজে অর্ডার করতে পারেন, সেই লক্ষ্যেই এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।
এটি প্রমাণ করে যে, ছোট ও মাঝারি আকারের ঐতিহ্যবাহী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও এখন ডিজিটাল প্রযুক্তির সুফল গ্রহণ করে তাদের ব্যবসাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সক্ষম।
গ্রামীণ জুয়েলার্সের কর্ণধার চন্দন বণিক এই উদ্যোগ প্রসঙ্গে বলেন, "আমরা সবসময়ই ক্রেতাদের আস্থা ও ভালো মানের গহনাকে অগ্রাধিকার দিয়েছি। অনলাইন প্ল্যাটফর্ম সেই আস্থার ভিত্তিকেই আরও মজবুত করবে। এখন যেকোনো গ্রাহক দ্রুত ও নিরাপদে আমাদের পণ্য হাতে পাবেন।"
ডিজিটাল প্ল্যাটফর্মে ক্রেতা আকর্ষণের চমক
ক্রেতাদের দ্রুত আকৃষ্ট করতে প্রতিষ্ঠানটি ‘grameen jewellers bd’ নামে একটি ফেসবুক আইডি চালু করেছে, যেখানে প্রতিদিনের তথ্য নিয়মিত প্রকাশিত হয়। আকর্ষণীয় পদক্ষেপ হিসেবে তারা ঘোষণা করেছে:
বিজয়ী ড্র: ফেসবুক আইডিটি ফলোকারী গ্রাহকদের মধ্যে প্রতি মাসে র্যাফেল ড্রয়ের মাধ্যমে চারজন বিজয়ী-কে এক লক্ষ টাকা করে পুরস্কার প্রদান করা হবে।
সেরা ফলোয়ার পুরস্কার: যারা প্রত্যেকটি পোস্টে লাইক এবং কমেন্ট করে সক্রিয় থাকবেন, সেই সেরা তিনজন ফলোয়ারকে প্রতি মাসে একবার বিশেষ পুরস্কার প্রদান করা হবে।
প্রতিষ্ঠানের এই ডিজিটাল যাত্রা স্থানীয় ব্যবসায়ী মহলেও বেশ উৎসাহ সৃষ্টি করেছে। অনেকে মনে করছেন, এটি মুরাদনগরের অন্যান্য ব্যবসাকেও অনলাইনে আসতে অনুপ্রাণিত করবে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবীপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান ডিপি জাকির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।