২৫০ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মুরাদনগরের একটি সামাজিক সংগঠন পাহাড়পুর ইউনিয়ন সেবা ও তথ্য অনলাইন গ্রুপ।
শুক্রবার সকালে ইউনিয়নের স্থানীয় এক মসজিদের সামনে এসব বিতরণ করেন ওই সংগঠনের সেচ্ছাসেবীরা।
দেখা গেছে, আয়োজিত এই কার্যক্রমে অতিথিরা পাহাড়পুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে নিয়োজিত সেচ্ছাসেবীর কাছে ভাগ করে কম্বলগুলো বিতরণ করেন। আর সেচ্ছাসেবীরা এসব কম্বল এখান থেকে নিয়ে, দিচ্ছেন নিজ নিজ ওয়ার্ডের শীতার্তদের মাঝে।
জানা গেছে, ফারদিন হাছান বাপ্পি, আজিজুর রহমান ভূইয়া ও দেশে থাকা সচ্ছল যুবকরাসহ আরও বহু যুবক, এসব সামাজিক কাজের নেতৃত্ব দেন দীর্ঘদিন ধরে । সংগঠনের স্বয়ংক্রিয় সেচ্ছাসেবীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে ইউনিয়নের নানান সামাজিক সমস্যার কথা তুলে ধরেন। আর এসব সমস্যা যৌথভাবে সদস্যরা মিলে সামাজিক ভাবেই সমাধান করেন।
বিতরণকালে উপস্থিত ছিলেন, কবি বশির আহমেদ, এস এম লিটন, আজিজুর রহমান ভূইয়া, মো:আমিনুল ইসলাম সাগর, বনি ইসরাঈল, নিজামুদ্দিন পাহাড়পুরী, সাইফুল্লাহ সিরাজী, হাসান ইসলাম, মহিউদ্দিন মাহিম, ফাহিম রুবেল সরকার, রাকিবুল বাসার মাহমুদ, কাজী ইমরান ও আনিসুর রহমান প্রমুখ।
এফআর/অননিউজ