কুমিল্লার মুরাদনগরে আঠারো কেজি গাঁজা বহন করে নিয়ে যাওয়ার পথে তিনজনকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। আটককৃত তিনজন হলো, আন্দিকুট ইউপির গাঙ্গেরকোট গ্রামের মৃত মদন ফকিরের ছেলে সাইফুল ইসলাম (২৫),পূর্ব-জাঙ্গাল গ্রামের মৃত মনির হোসেনের ছেলে মোঃ রহিম(১৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার শিমরাইল গ্রামের নেপাল দাশের ছেলে রনজিত দাশ(২২)। পুলিশি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি রিয়াজ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এসআই উগ্যজাই মার্মা সহ পুলিশের একটি দল, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা বেজে ৩৫ মিনিটে আকুবপুর ইউপির পীরকাশিমপুর ব্রীজের পূর্বপাশে কানু মিয়ার দোকানের সামনে তল্লাশি করে অবৈধ পন্থায় গাঁজা বহনকরে নেওয়ার পথে তিনজনকে আটক করে। বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, মাদকের বিরুদ্ধে আমরা সক্রিয় ভূমিকায় আছি। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
শান্ত/অননিউজ